Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে এমন কোনো হৃদয় নেই যে খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরায়নি: আলাল

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৫:৪১

অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য দেশের সকল মানুষ মর্মাহত বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো হৃদয় নেই, যেখানে আজ খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরেনি। হাত তুলে প্রার্থনা করা হয়নি। সবাই তার সুস্থতা কামনা করছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে আলাল এসব কথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে ঘিরে যেন গোটা দেশের বাতাসও আজ কাঁদছে। দেশের বাইরে যেখানেই বাংলাদেশিরা আছেন, সেখানেও মানুষ তার জন্য দোয়া করছেন। এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যিনি তার এই অবস্থায় মর্মাহত নন।

বিজ্ঞাপন

আলাল আরও বলেন, এই ভদ্রমহিলা নিজের স্বামী ও সন্তান সবাইকে হারিয়েছেন। বহু বছর ধরে তিনি আরেক পুত্র, পুত্রবধূ ও নাতনিদের কাছ থেকেও বঞ্চিত। বাংলাদেশের মানুষকেই তিনি তার পরিবার মনে করেন। পুরো দেশকে তিনি নিজের হৃদয়ের মানচিত্রে এঁকে রেখেছেন।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ছয় বছর কারাগারে রাখা হয়েছে। বিনা চিকিৎসায় কারাগারে থাকতেই আমি আমার নিজের মায়ের মৃত্যু সংবাদ পেয়েছিলাম। তখনও অশ্রু এতটা ঝরেনি, যতটা আজ খালেদা জিয়ার জন্য ঝরছে। হে আল্লাহ, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন। আমাদের মাঝে ফিরিয়ে দিন। আপনার চেয়ে বড়ো চিকিৎসক কেউ নেই।

দোয়া মাহফিলে প্রতিবন্ধী সংগঠনের সদস্য, শিক্ষকসহ সাধারণ মানুষ অংশ নেন। আলাল আরও অনুরোধ করেন, “আমাদের অশ্রুর মূল্য দিন, হে আল্লাহ। আমাদের মাকে বাঁচিয়ে দিন। আমাদের দোয়া কবুল করুন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর