Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাউথইস্ট ব্যাংকে অনিয়ম ও ভোগান্তির নিরপেক্ষ তদন্ত দাবি রায়য়ান কবিরের

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: বেসরকারি সাউথইস্ট ব্যাংকে সংঘটিত নানা অনিয়ম, ক্ষমতার দ্বন্দ্ব, ব্যক্তিগত হয়রানি ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিষয়ে আত্মপক্ষ সমর্থনে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন ব্যাংকটির সা‌বেক চেয়ারম্যান আলমগীর কবির-এর ছেলে রায়য়ান কবির।

মঙ্গলবার (০২ ডি‌সেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ব্যাংক খাতকে অস্থিতিশীলকারী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে রায়য়ান কবির দাবি করেন যে, গত কয়েক বছর ধরে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভেতরে একটি সিন্ডিকেট বিভিন্ন অনিয়ম, বেআইনি সিদ্ধান্ত, মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে তার ব্যক্তিগত মানহানি এবং তার পরিবারের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে। তার বিরু‌দ্ধে মিথ্যা মামলা দেওয়া হ‌য়ে‌ছে। যার কোন ভি‌ত্তি নেই। এমন‌ কী চি‌কিৎসার জন্য বি‌দেশে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটি শুধু আমার পরিবারের সম্মান ও ন্যায়বিচারের প্রশ্ন নয়, দেশের আর্থিক খাতের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থেও এসব তথ্য জাতির সামনে তুলে ধরা জরুরি।’

সংবাদ সম্মেলনে নিজ বক্তব্যের সপক্ষে বিভিন্ন নথিপত্র ও ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করে রায়য়ান কবির বলেন যে, ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তাকে বেআইনিভাবে অপসারণ, হয়রানি, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রদানসহ আইনি প্রতিকার প্রাপ্তিতে নানা ধরনের বাধার সৃষ্টি করা হচ্ছে। শুধু তাই নয়, তার পিতা আলমগীর কবির-এর সম্মানজনক কর্মজীবন এবং দেশের আর্থিক খাতে অবদানের পরও গত ৫–৬ বছর ধরে তাকে নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে।