ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জিবুতির অনাবাসী রাষ্ট্রদূত আবদিল্লাহি আসোয়েহ ইসে বলেছেন, জিবুতি বাংলাদেশের প্রতিযোগী নয়, অংশীদার হতে চায়। এটি হলে উভয়পক্ষই লাভবান হবে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জিবুতিতে বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন রাষ্ট্রদূত। আগামী জানুয়ারী মাসে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের জিবুতি সফর বিষয়েও বক্তব্য রাখেন তিনি।
আবদিল্লাহি আসোয়েহ ইসে বলেন, জিবুতি ভূকৌশলগতভাবে অত্যন্ত আকর্ষনীয় অবস্থানে রয়েছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বাণিজ্যিক প্রবেশদ্বারে অবস্থান হওয়ায় এবং দেশটিতে অবকাঠামোগত ও নিরাপত্তার সুবিধা থাকায় বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য জিবুতি আকর্ষনীয় গন্তব্য হতে পারে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে জিবুতির অনারারি কনসাল আবদুল হক বলেন, রপ্তানি বহুমূখীকরণের লক্ষ্যে আমাদের বিনিয়োগকারীরা জিবুতির অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর ছাড়ের সুবিধা ও উৎপাদনের অনুকূল পরিবেশ কাজে লাগাতে পারেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশের পাশাপশি আফ্রিকার দেশ জিবুতিতে বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের তৈরি পোশাক খাত, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, ওষধ এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প খাতের ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে জিবুতিতে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চা, হোম টেক্সটাইল ও পানীয় রফতানি করছে।