Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হচ্ছে বিদেশি ২ চিকিৎসকদল

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২২:৪৮

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন করে যুক্ত হচ্ছে বিশেষজ্ঞ দুই চিকিৎসকদল। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে অধিকতর সহায়তা দিতে যুক্তরাজ্য ও চীন থেকে তারা ঢাকায় আসছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য এবং রাতে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা মূল্যায়ন করে চিকিৎসা ব্যবস্থায় প্রয়োজনীয় মতামত দেবেন।

বিজ্ঞাপন

শায়রুল কবির আরও জানান, খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর