Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হতে শেখায়’

স্পেশাল করেসপডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬

বক্তব্য দিচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সারাবাংলা

বগুড়া: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হতে শেখায়। দেশপ্রেমে উজ্জীত হয়ে দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে শেখায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে জীবনবাজী রেখে লড়াই করতে শেখায়।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শহিদ মিনার চত্বরে কলেজের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধান এবং কাঙ্খিত সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র গড়ার দায়িত্ব তরুণ সমাজকেই নিতে হবে। এ লক্ষ্যে দূর্নীতিমুক্ত সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির সেই কাংখিত কল্যাণ রাস্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগামীর নেতৃত্ব তৈরি হয়। অথচ শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য অধিকাংশ ছাত্রসংগঠনের কোনো কর্মসূচী নেই। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের পরিবর্তে তাদেরকে আগুন জ্বালানোর স্লোগান শেখায়। বিপরীতে ইসলামী ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে তার সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ক্যারিয়ার গঠনে সহায়তা করে।

বিজ্ঞাপন

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বিশ্ব যখন প্রযুক্তির ছোঁয়ায় উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে তখনো আমরা দূর্নীতি, অব্যবস্থাপনার কারনে যেকোনো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি। দেশে লাখ লাখ উচ্চশিক্ষিত বেকার সমাজের বোঝায় পরিনত হচ্ছে। অথচ রাস্ট্র তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না।‘

তিনি বলেন, ইসলামীপন্থীরা ক্ষমতায় আসলেই কেবল দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার দূর হবে। দেশের মানুষ তার কাঙ্খিত স্বাধীনতা লাভ করবে। কিন্তু, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে থাকা অসৎ, দূর্নীতিবাজরা কোনোভাবেই ইসলামপন্থীদের ক্ষমতায় বসতে দিতে চায় না। তবে, দেশের মানুষ এবার জেগে উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেভাবে সৎ ও যোগ্যদের ভোট দিয়ে বিজয়ী করেছে। একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতাদেরকে বিজয়ী করতে হবে।

ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাকিব হাসান তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

আরও বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সেক্রেটারি শফিকুল ইসলাম।

এসময় ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর ও জেলা শাখা এবং সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এবার লেখা পড়েও শোনাবে গুগল
৩ ডিসেম্বর ২০২৫ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর