ঢাকা: নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন। গত ১ ডিসেম্বর তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমজাদ হোসেন খাঁন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। তিনি মতিঝিল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের অপারেশনাল ইস্যু থেকে শুরু করে পরিবেশগত উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখেন। এছাড়া অন্তবর্তী ও আন্তঃঅফিসিয়াল বিভিন্ন জটিলতা সমাধানে তার অবদান অনস্বীকার্য।
তিনি দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে জেআইবিবি ও ডিআইবিবি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন। এছাড়া তিনি আইবিবির নিয়মিত পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
চাকরিজীবনের বিভিন্ন সময়ে তিনি খুলনা অফিস, বরিশাল অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, এসএমই অ্যান্ডস্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং বিভাগ, আইন বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত জাইকা সহায়তাপুষ্ট এসএমএপি প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত গৃহায়ন তহবিল-এ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে উক্ত কার্যক্রমের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব হিসেব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি রাষ্ট্রায়ত্ত অগ্রনী ব্যাংক পিএলসি এর পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত আছেন।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, স্পেন, জাপান, নেপাল ও ইন্দোনেশিয়া সফর করেন।