Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৮ দলের সমাবেশ শুক্রবার, জনসমুদ্রের আশা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:০০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১৮:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দল। এতে ডা. শফিকুর রহমান, মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমাবেশের সার্বিক বিষয় জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেছেন, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুরে লালদিঘীর মাঠে সমাবেশ শুরু হবে। ব্যাপক জনসমাগমের মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে।

সমাবেশে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের আমীর হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান।

বিজ্ঞাপন

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং আওয়ামী লীগের সব অপকর্মের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে এ সমাবেশ করা হচ্ছে বলে মুহাম্মদ শাহজাহান জানান।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতীয় আশা-আকাঙ্খা, সংস্কার বাস্তবায়নের বাস্তব প্রতিফলন। গণভোট ছাড়া নির্বাচন হলে কোনোভাবেই জনগণের ম্যান্ডেটের প্রতিফলন হবে না। বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিরোধীদলের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, গণহত্যা করেছে এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এসব অপরাধের বিচার দৃশ্যমান না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলামসহ আট দলের স্থানীয় নেতারা।

সারাবাংলা/আরডি/ইআ