নাটোর: নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমানের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে গোয়ালবাড়িয়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী শামসুদ্দিন ফিরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
আরও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী প্রভাষক মাওলানা সাদরুল উলা, উপজেলা সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, সেক্রেটারী মো. সারদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম রাব্বানী।