Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারকেয়ারে চিকিৎসক রিচার্ড বিল, দেখছেন খালেদা জিয়ার কাগজপত্র

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৩:২২

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডা. রিচার্ড বিল বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন এবং তিনি খালেদা জিয়ার সাম্প্রতিক সব পরীক্ষা–নিরীক্ষার রিপোর্ট ও কাগজপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন।

খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ তথ্য জানাতে আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

এর আগে, উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারিতে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে তিনি হাসপাতাল ও ছেলে তারেক রহমানের বাসায় থেকে প্রায় চার মাস চিকিৎসা নেন। এরপর গত ৬ মে তিনি দেশে ফেরেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় প্রথমে তাকে ভর্তি করে এসডিইউতে রাখা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রোববার ভোরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে হাসপাতালের সামনে অব্যাহত রয়েছে গণমানুষের উদ্বেগ ও দোয়ার অনুরণন। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আসায় তার চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর