Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৩

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা

নড়াইল: নড়াইল জেলার নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় নড়াইলে চলমান উন্নয়ন কার্যক্রম, সেবামূলক কর্মকাণ্ড, প্রশাসন-মিডিয়া সমন্বয় এবং জনস্বার্থে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও উদ্ভাবনী মতামতকে স্বাগত জানিয়ে নড়াইলকে আরও এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার আহ্বান।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজি আশরাফ, সাধারণ সম্পাদক মির্জা মাহমুদ হোসেন রন্টু, সাংবাদিক ইউনিটির সভাপতি, জিয়াউর রহমান জামি, রিপোটার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবির রিন্টুসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর