ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশের মোট রফতানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সামান্য বেড়েছে। আলোচ্য সময়ে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ২ হাজার ২ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় দশমিক ৬২ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোট রফতানি আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ১০ হাজার ডলার।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবি জানায়, মাসওয়ারি হিসাবে সর্বশেষ গত নভেম্বরে রফতানি আয় হয়েছে ৩৮৯ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার। এটি এর আগের বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ৫৪ শতাংশ কম। গত ২০২৪ সালের নভেম্বরে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪১১ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ডলার।
তবে আগের বছরের নভেম্বরের তুলনায় রফতানি আয় কমলেও চলতি বছরের গত অক্টোবরের তুলনায় রফতানি আয় ১ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। গত অক্টোবরে (২০২৫) রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার।
ইপিবি’র পরিসংখ্যান অনুযায়ী, বরাবরের মত চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রফতানি আয়ের শীর্ষে আছে তৈরি পোশাক খাত। এ খাতে মোট রফতানি আয়ের পরিমাণ হচ্ছে ১ হাজার ৬১৩ কোটি ১৩ লাখ ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরে এ সময়ে এ খাতে মোট রফতানি আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৬১১ কোটি ৭১ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ তৈরি পোশাক খাতে গতবছরের তুলনায় এবার রফতানি আয় বেড়েছে।
অন্যান্য খাতের মধ্যে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কৃষিপণ্য খাতে ৪৬ কোটি ১৬ লাখ ডলার; হিমায়িত মৎস্য খাতে ২১ কোটি ১৮ লাখ ডলার; রাসায়নিক দ্রব্য খাতে ১৫ কোটি ৯৯ লাখ ডলার; প্ল্যাস্টিক পণ্য খাতে ১২ কোটি ২৮ লাখ ডলার; চামড়া ও চামড়াজাত পণ্য খাতে ৫১ কোটি ২৪ লাখ ডলার; পাট ও পাটজাত পণ্য খাতে ৩৪ কোটি ৬৪ লাখ ডলার রফতানি আয় হয়েছে।