ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিকেল পৌনে পাঁচটার দিকে বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসির সঙ্গে আলোচনার সারাংশ তুলে ধরবেন বলে জানা গেছে।