Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

স্পেশাল করেসপডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২

জেলা প্রশাসক ভবনের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ভবনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতির বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সিনিয়র সাংবাদিক চপল সাহা, ফজলে রাব্বি ডলার, মমিনুর রশিদ সাইনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিজ্ঞাপন

সভায় সেবামূলক কর্মকাণ্ড, প্রশাসন-মিডিয়া সমন্বয় এবং জনস্বার্থে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও উদ্ভাবনী মতামতকে স্বাগত জানিয়ে বগুড়াকে আরও এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, জেলা প্রশাসনের সকল ইতিবাচক উদ্যোগে সাংবাদিক সমাজ সবসময় পাশে থাকবে এবং উন্নয়নমূলক কাজে সহায়ক ভূমিকা পালন করবে। মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়নে প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তার অঙ্গীকারের কথা তুলে ধরেন জেলা প্রশাসক।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর