Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ২০:২১

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন হওয়ায় ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন ব্যাংকের গ্রাহককে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে বৃহস্পতিবার (৪ ডি‌সেম্বর) বিকেল ৪টা থেকে সার্ভার ডাউন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কখন সার্ভার ঠিক হবে তা বলতে পারেন নি ওই কর্মকর্তা। তবে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

এদিকে সার্ভার ডাউনের কারণে চেক ক্লিয়ারিং-সহ স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হয়েছে। একই কারণে কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনের সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থাও বন্ধ রয়েছে। সমস্যাটি বিদ্যুৎ বিভ্রাটের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, সার্ভার কখন সচল হবে তা স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

ইতোমধ্যে বিভিন্ন ব্যাংক গ্রাহকদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে এনপিএসবি সেবা সাময়িকভাবে অকার্যকর রয়েছে। সিস্টেমটি যত দ্রুত সম্ভব পুনরায় চালু করা হবে।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সারাবাংলা‌-কে বলেন, বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে পুরো সিস্টেম অফ হয়ে গিয়েছিল। এখন টিম কাজ করছে। বিকেল চারটার পর থেকেই সমস্যা শুরু হয়েছে। বিদ্যুতের ফ্লাকচুয়েশনের কারণেই এমনটা হয়েছে।

তিনি জানান, সব ধরনের আন্তঃব্যাংক লেনদেন আপাতত বন্ধ আছে। তবে আমাদের ফুল টিম কাজ করছে। কখন পুরোপুরি ঠিক হবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে কাজ দ্রুত এগোচ্ছে—আশা করছি শিগগিরই ঠিক হয়ে যাবে।