Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড়-বন্যায় সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শ্রীলঙ্কায় আঘাত হানা বিধ্বংসী ঘূর্ণিঝড় ও বন্যায় শত শত মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে যে ‘সহায়তা ও সংহতি’ প্রকাশ করা হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রী অমরাসুরিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে ফোন করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

অধ্যাপক ইউনূস নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এই কঠিন সময়ে শ্রীলঙ্কার মানুষের প্রতি সহানুভূতি জানান। তিনি এই সংকট মোকাবিলায় সহায়তা করার জন্য শ্রীলঙ্কাকে অতিরিক্ত জরুরি সাহায্য ও দুর্যোগ-মোকাবিলা বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, ‘যা যা প্রয়োজন, তা করতে আমরা আনন্দিত হব।’

ফোনালাপে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, তার সরকার বর্তমানে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক বন্যার ফলে হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করছে।

এই আলাপচারিতার সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি এই আশা প্রকাশ করেন, ঢাকা কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে আগ্রহী।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয়।

ফোনালাপের সময় সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর