Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবীদ্বার হানাদারমুক্ত দিবস আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৯

কুমিল্লা: ১৯৭১ সালের ৪ ডিসেম্বর। রক্তঝরা সেই দিনের ভোরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পাক হানাদারদের দখলমুক্ত হয়। দীর্ঘ লড়াই, ত্যাগ আর শোকের দিন পার হয়ে স্বাধীনতার পতাকা ওড়েছিল দেবীদ্বারের আকাশে।

দিনটি স্মরণে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেবীদ্বার উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করছে। সকালে র‌্যালি, মুক্তিযুদ্ধ চত্বরে পুষ্পমাল্য অর্পণ এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরা হয়।

মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে ৩ ডিসেম্বর বিকেল থেকেই হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় তীব্র অভিযান। ভারতীয় মিত্রবাহিনীর ২৩ মাউন্টেন ডিভিশনের জেনারেল আর ডি হিরার নেতৃত্বে বৃহত্তর কুমিল্লায় পরিচালিত সেই অভিযানের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ সেতু মাইন বিস্ফোরণে ধ্বংস করা হয়। একই রাতে মিত্রবাহিনীর ট্যাংক বহর বুড়িচং-ব্রাহ্মণপাড়া হয়ে দেবীদ্বার প্রবেশ করে।

বিজ্ঞাপন

মুক্তিবাহিনীর অগ্রগতি ও ট্যাংকের গর্জনে ভীত হানাদাররা রাতের আঁধারেই দেবীদ্বার ছেড়ে ময়নামতি ক্যান্টনমেন্টে পালিয়ে যায়। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ৪ ডিসেম্বর ভোর থেকেই হাজারো মানুষ স্বাধীন বাংলার পতাকা হাতে উপজেলা সদরের দিকে ঢল নামে। ‘জয়বাংলা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মুক্তিযোদ্ধারা বিভিন্ন দিক থেকে এগিয়ে এসে নিশ্চিত করেন দেবীদ্বারের পূর্ণ মুক্তি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর