Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৭

জব্দ করা জাটকা ইলিশ।

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দীপ উপজেলা হাতিয়ার জাগলার চর এলাকার মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে একটি বোট থেকে ৫ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড হাতিয়ার একটি দল এ অভিযান পরিচালনা করে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযান কালে মেঘনা নদীর জাগলার চর এলাকায় সন্দেহান একটি কাঠের বোটে তল্লাশি করা হয়। ওই বোট থেকে ২৮ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।

তিনি জানান, এ সময় মাঝিদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়। জব্দ মাছগুলো মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর