Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১৯

ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার। 

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানি থানায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২)-কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে র‌্যাব-১১ এর সহায়তায় তাকে আটক করা হয়। র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এ অভিযান পরিচালনা করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাত ৮টা ১৫ মিনিটে ইন্দুরকানি উপজেলার ৪ নম্বর ইউনিয়নের চড়াখালি গ্রামে ভুক্তভোগীর বাবার বাড়িতে ঢুকে শুভ জোমাদ্দার গৃহবধূকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারের পর শুভ জোমাদ্দারকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-ফোর্সেস মাদক, সন্ত্রাস, হত্যা, ধর্ষণসহ নানা গুরুতর অপরাধ দমনে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ধর্ষণ মামলার আসামি শুভ জোমাদ্দারকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

বিজ্ঞাপন

তারেক রহমানের গাড়ি ঢাকায়
৫ ডিসেম্বর ২০২৫ ১২:৪৩

আরো

সম্পর্কিত খবর