Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি-বিএসএফের সহায়তায় ভারতীয় বোনের লাশ দেখার সুযোগ পেল বাংলাদেশি ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৫

সীমান্তের শূন্য লাইনে আত্মীয়ের মরদেহ দেখার সুযোগ পান স্বজনেরা।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ তার বাংলাদেশি আত্মীয়দের দেখার সুযোগ করে দিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের বাসিন্দা ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিষয়টি জানার পর বাংলাদেশে বসবাসকারী তার ভাই আতাউর রহমান ও স্বজনরা শেষবারের মতো বোনের মুখ দেখার ইচ্ছা প্রকাশ করে এ বিষয়ে বিজিবির সহযোগিতা চান।

বিজ্ঞাপন

আবেদনের পরপরই মহানন্দা ব্যাটালিয়ন প্রতিপক্ষ বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে উভয় বাহিনীর সম্মতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ফনি বেগমের মরদেহ দেখার ব্যবস্থা করা হয়। আত্মীয়রা শেষবারের মতো ফনি বেগমকে দেখে বিজিবি ও বিএসএফের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি মানবিক একটি বাহিনী। মানবিক সেবা ও মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক দায়িত্বের অংশ, যা আমরা আন্তরিকভাবে পালন করি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর