Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজবাড়ীর ৩ শিক্ষককে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৬:০২

রাজবাড়ী: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন শিক্ষককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ৪২ জন সহকারী শিক্ষককে বদলির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রাজবাড়ীর তিনজন সহকারী শিক্ষকও রয়েছেন।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি স্মারকের ভিত্তিতে প্রশাসনিক কারণে সহকারী শিক্ষকদের বদলির অনুমোদন দেওয়া হয়েছে।

রাজবাড়ী থেকে যারা বদলি হয়েছেন তারা হলেন- শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি ও খানখানাপুর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লাকে ফরিদপুরের নগরকান্দার আশফরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাধারণ সম্পাদক ও বরাট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাজমুল ইমামকে ফরিদপুরের মধুখালির বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাধারণ সম্পাদক ও সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ নজরুল ইসলামকে ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর