Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ

লোকাল করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০৩

কায়বা ও গোগা সীমান্ত এলাকায় এসব সিরাপ জব্দ করা হয়। ছবি: সারাবাংলা

বেনাপোল: যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ভারতে তৈরি ১১৭ বোতল এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল উইনকেয়ারেক্স সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কায়বা ও গোগা সীমান্ত এলাকায় এসব সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরে নজরদারি ও টহল জোরদার করেছে। এর ফলে মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার সকালে অভিযান পরিচালনা করে ১১৭ এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল উইনকেয়ারেক্স সিরাপ জব্দ করা হয়।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, জব্দ করা সিরাপগুলো ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে আসা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

তিনি জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় মাদকচক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর