পঞ্চগড়: বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন বলেছেন, বিএনপির প্রার্থীদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রায় ১ লাখ ৩০ হাজার ফেক আইডি খোলা হয়েছে। এই আইডিগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পাবলিক ক্লাব চত্বরে আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন সূত্রে আমরা তা জানতে পেরেছি। জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর এই ফেক আইডিগুলো প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাবে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে পারে। এ ধরনের প্রস্তুতিও তারা গ্রহণ করেছে।
এসময় তিনি আরও বলেন, আমরা প্রযুক্তির বিরুদ্ধে নয়। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে সমাজে তথ্য বিভ্রান্তি, গুজব, ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তাহীনতা, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিকতার ওপর গভীর প্রভাব ফেলছে। এসব বিষয়ে সঠিক দিকনির্দেশনা, সমাজকে সচেতন ও সুরক্ষিত রাখতে বিভিন্ন পেশাজীবী ও দায়িত্বশীল সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা ও সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এসময় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে গণমাধ্যমকর্মী, শিক্ষক, আইনজীবী, ইমাম, পুরোহিত, চিকিৎসক সহ বিভিন্ন পেশার ২ শতাধিক মানুষ অংশ নেন।