ঢাকা: বৈশ্বিক মেমোরি সলিউশন ব্র্যান্ড টিম গ্রুপ ইঙ্ক স্টোরেজ লাইনআপে নতুন সংযোজন হিসেবে উন্মোচন করেছে ‘পিডি৪০ মিনি এক্সটার্নাল এসএসডি’। সর্বাধুনিক ইউএসবি৪ টাইপ-সি ইন্টারফেসের মাধ্যমে ডিভাইসটি সর্বোচ্চ ৪ হাজার এমবি/সে. পর্যন্ত রিড স্পিড দিতে সক্ষম। অতিক্ষুদ্র আকৃতি ও ব্যতিক্রমী গতির সমন্বয় নতুন এই এসএসডি করে তুলেছে পোর্টেবল স্টোরেজের নতুন মানদণ্ড।
পিডি৪০ মিনি এক্সটার্নাল এসএসডি
হাই রেজ্যুলেশন ভিডিও, বড় সাইজের ফাইল কিংবা ফটো সবকিছু সেকেন্ডের মধ্যেই ট্রান্সফার করা যাবে, যা ব্যস্ত পেশাজীবী থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য সমানভাবে উপযোগী। এতে রয়েছে স্টাইলিশ ম্যাট ব্ল্যাক ও ডিপ রেড কালারের সমন্বয়। রাবারাইজড গ্রুভড টেক্সচারের ফলে এটি হাতে ভালো গ্রিপ দেয় এবং সহজে পিছলে যায় না।
এতে রয়েছে বিল্ট-ইন ল্যানইয়ার্ড হোল, যা ব্যাগ বা ব্যাকপ্যাকে ঝুলিয়ে বহন করতে সুবিধা দেয় যেকোনও সময়, যেকোনও জায়গায় সহজে ডেটা অ্যাক্সেস করা সম্ভব। মাত্র ২২ গ্রাম ওজনের এই এসএসডি পাওয়া যাবে ১ টেরাবাইট, ২ টেরাবাইট ও ৪ টেরাবাইট ভ্যারিয়েন্টে। ইউএসবি ৪ প্রযুক্তির পাশাপাশি এটি ইউএসবি ৩.২ ও ইউএসবি ২.০ ডিভাইসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
তাই নানা সিস্টেমে ব্যবহার করা যাবে প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধার মাধ্যমে অতিরিক্ত কোনও সেটআপ ছাড়াই। টেকসই ব্যবহারের জন্য রয়েছে আইপি৫৪ রেটেড ধুলো ও পানি প্রতিরোধ ক্ষমতা। টাইপ-সি পোর্টে রয়েছে সিলিকন কভার, যা ধুলা ও পানির ছিটে থেকে পোর্টকে সুরক্ষা দেয়। ডিভাইসটির সঙ্গে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি, ফলে গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণে মিলবে নিশ্চিন্ত সুরক্ষা।
https://www.teamgroupinc.com/en/ এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।