Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলগাছীতে মেডিয়েশন কনফারেন্স অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৮

বদলগাছীতে মেডিয়েশন কনফারেন্স অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

নওগাঁ: জেলার বদলগাছী ‘মেডিয়েশন কনফারেন্স–ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) গোবরচাপা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মূলত শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথনির্দেশনা, নৈতিক মূল্যবোধ, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশনের বাস্তব ভূমিকা নিয়ে আলোচনা হয় কনফারেন্সে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওমি) মো. আনিসুর রহমান। তিনি বলেন, ‘সমাজে অনেক বিরোধই সামান্য ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়। এগুলো আদালতে না গিয়েও মেডিয়েশনের মাধ্যমে সহজেই সমাধান সম্ভব।’

বিজ্ঞাপন

কর্মশালায় বক্তারা বলেন, মাঠপর্যায়ে কমিউনিটি মেডিয়েশন দ্রুত বিরোধ মীমাংসার কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। এতে পরিবার–সমাজ–সম্পর্ক রক্ষা পায় এবং আদালতের চাপও কমে।

অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবা তাসনিম আখি, ফটোসাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান এবং বিসম অ্যাসোসিয়েটস’র প্রতিনিধি সোহানি ইসলাম সমাপ্তি, অ্যাডভোকেট মমতাজ পারভিন মৌ, ব্যারিস্টার নিশাদ মাহমুদ ও হুমায়ুন কবির সিকদার।

আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) জানায়, শিক্ষার্থীদের মধ্যেই শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি তৈরি হয়। তাই স্কুল-কলেজ পর্যায়ে মেডিয়েশন সচেতনতা বাড়ানো তাদের অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর