Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ বৃত্তির দাবি জবি শিবিরের

জবি করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫

জবি: জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তিসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জবি শাখা ছাত্রশিবির।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের কাছে এ স্মারকলিপি দেয় সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই অর্থ বছরের শুরু থেকে আবাসন ভাতা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই অর্থ শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। ফলে আবাসনসহ মৌলিক সংকটে পড়ছে শিক্ষার্থীরা। এ অবস্থায় বিশেষ বৃত্তি চালু ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি।

বিজ্ঞাপন

ছাত্রশিবিরের চার দাবিগুলো হলো—

১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে ও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বিশেষ বৃত্তির টাকা তুলে দিতে হবে;
অতি দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন নির্মাণের কাজ শুরু করতে হবে;
চলতি মাসের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং
কোনো প্রকার বিড়ম্বনা ছাড়া নির্ধারিত সময়েই জকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এসব দাবি বাস্তবায়ন শিক্ষার্থীদের নিরাপত্তা, মনোবল ও শিক্ষাজীবনের ধারাবাহিকতার জন্য অত্যন্ত জরুরি।

শিবির বিশ্বাস করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

সারাবাংলা/এএস/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর