Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসিদের উদ্দেশে এসপি
ভোটের পরিবেশ নষ্টের অপচেষ্টা প্রতিরোধ করুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ২২:১০

ওসিদের নিয়ে বিশেষ দিকনির্দেশনামূলক আলোচনা সভায় কথা বলছেন চট্টগ্রামের এসপি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: ভোটের পরিবেশ নষ্ট্রের অপচেষ্টা প্রতিরোধের জন্য চট্টগ্রামের সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশনা দিয়েছেন সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে লটারির মাধ্যমে দায়িত্ব পেয়ে সদ্য যোগ দেওয়া থানার ওসিদের নিয়ে বিশেষ দিকনির্দেশনামূলক আলোচনা সভায় এসপি একথা বলেন।

পুলিশ সুপার নবাগত ওসিদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘আপনারা প্রত্যেকে নিজ নিজ থানাকে একটি সেবাকেন্দ্রে পরিণত করবেন, এটাই প্রত্যাশা। জনগণের জন্য কাজ করুন, তারা আপনাদের সম্মান দেবে। জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

বিজ্ঞাপন

সামনের নির্বাচনকে পুলিশ জন্য ‘বড় পরীক্ষা’ উল্লেখ করে তিনি বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব। ভোটের পরিবেশ নষ্ট করে এমন যেকোনো অপচেষ্টা আগেই শনাক্ত করে প্রতিরোধ করতে হবে। টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি সবক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের যে কোনোমূল্যে গ্রেফতার করতে হবে।’

এছাড়া, প্রতিটি থানায় গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদারের পাশাপাশি মাদক, সন্ত্রাস, অস্ত্র, চুরি-ডাকাতিসহ সকল অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন এসপি মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর