Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু


১৪ জুলাই ২০১৮ ১৭:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীতে পৃথক পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মালিবাগের একটি ভবনে লিফটের চাপায় সৌরভ হোসেন (১৮) নামে এক বিদ্যুৎ মিস্ত্রী, খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে ঘুমের ওষুধ খেয়ে সোহরাব হোসেন (৩৫) নামে এক রিক্সাচালক, সেগুনবাগিচায় বাস থেকে নামার সময় আব্দুল মতিন (৫৫) ও শাজাহানপুরে মোটরসাইকেলের ধাক্কায় আফতাব উদ্দীন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। শনিবার (১৪ জুলাই) বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সৌরভের সহকর্মী আব্দুর কাদির জানান, ২২২ মালিবাগ আবাসিক কাজী ভবনে থেকে বিদ্যুতের কাজ করত সে। বেলা ১২টার দিকে ভবনের লিফট দিয়ে নামার সময় ৬ তলায় লিফটি দাঁড়িয়ে পরে। তখন লিফট দিয়ে নামার সময় চাপা পরে সৌরভ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

রিক্সাচালক সোহরাবের ছোট বোন শাহনাজ বেগম জানান, তারা খিলগাঁও দক্ষিণ গোড়ানের ৩০ নম্বর রোডে একটি টিনশেড বাসায় ভাড়া থাকে। সোহরাব স্ত্রী সাবিনা ইয়াছমিন ও দুই ছেলেকে নিয়ে একই বাসায় থাকতো। পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় স্বামী-স্ত্রী ঝগড়া লাগতো। শনিবার সকালে ঝগড়ার একপর্যায়ে সবার অগোচরে ২০/২২টি ঘুমের ওষুধ খেয়ে ফেলে সে। দুপুরে সে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে সেগুনবাগিচা বারডেম-২ হাসপাতালের সামনে যাত্রীবাহী বাস থেকে নামার সময় পরে গিয়ে গুরুতর আহত হয় আব্দুল মতিন নামের এক যাত্রী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বাসের আরেক যাত্রী মোয়াজ্জেম হোসেন জানান, মিরপুর থেকে সদরঘাট যাচ্ছিল বাসটি। সেগুনবাগিচা এলে নিহত ব্যক্তি বাস থেকে নামতে গিয়ে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এছাড়া শাহাজানপুর ইসলামিয়া ব্যাংক হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আফতাব উদ্দীন (৫০) নামে এক ব্যবসায়ী মারা যান। দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় তার মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর