Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান

‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৫

ছবি: সারাবাংলা

ঢাকা: আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি শেখ হাসিনার রায়ের বিষয়ে মন্তব্য করেছিলেন। ২৬ নভেম্বর প্রসিকিউশন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রমাণ হিসেবে তার বক্তব্যের একটি অংশ পেনড্রাইভে বাজিয়ে শোনা হয়।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করায় ২৬ আগস্ট ফজলুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছিল বিএনপি। তবে ৩ নভেম্বর প্রকাশিত বিএনপির মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনে তার নাম অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন

ফজলুর রহমান ২০০৭ সালে আওয়ামী লীগ ছাড়ার পর বিএনপিতে যোগ দেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে দুবার অংশগ্রহণ করেন।

সারাবাংলা/টিএম/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর