Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪

খালেদা জিয়া।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না-আনার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান। অবতরণের অনুমতি থাকলেও হঠাৎ করেই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে প্রতিষ্ঠানটি— গণমাধ্যমকে এমনটিই জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জার্মানভিত্তিক এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বঘোষিত স্লট বাতিলের আবেদন করেছে। বিষয়টি এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে, আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে এবং রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবে— অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এমন অনুমতিও দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

জানা যায়, কাতার সরকারের সহায়তায় এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের লং-রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জেট ভাড়া নেওয়া হয়েছিল। দীর্ঘ দূরত্বে রোগী পরিবহণে সক্ষম ঢাকা-লন্ডন ট্রান্সফারের জন্য বিমানটি উপযোগী বলেই বিবেচিত।

তবে কেন হঠাৎ এয়ার অ্যাম্বুলেন্সের স্লট বাতিল হলো— এ বিষয়ে অপারেটর কিংবা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও বিদেশে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স না-আসার ঘোষণা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বিস্তারিত ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত পরিস্থিতির প্রতি সবার দৃষ্টি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর