Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনির হোসাইন কাসেমীকে শোকজ করল জমিয়ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমী। ছবি: সংগৃহীত

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমীকে শোকজ করেছেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সোমবার (৮ ডিসেম্বর) কাসেমীকে দেওয়া শোকজ নোটিশে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সিদ্ধান্তের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীত ভাবে ক্ষুণ্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিলও বটে। ইতঃপূর্বে প্রাথমিকভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিকভাবে আপনাকে সতর্কও করা হয়েছে, কিন্তু আপনার বক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি, বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন।

বিজ্ঞাপন

নোটিশে আরও বলা হয়, এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না? এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। এই নোটিশ পাওয়ার তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে আপনি দলের সভাপতি বরাবর জবাব দেবেন। এই সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যে-কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর