ঢাকা: আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে ‘অত্যন্ত কঠিন’ আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘দল ঐক্যবদ্ধভাবে কাজ না করলে সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে।’
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভিডিওবার্তার তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হওয়ায় বক্তব্যের শুরুতেই তিনি নেতাকর্মীদের শৃঙ্খলায় থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, ‘দলের সিদ্ধান্ত সামগ্রিক বিবেচনা থেকে নেওয়া হয়েছে। পছন্দের ব্যক্তি মনোনয়ন না পাওয়াটা অস্বাভাবিক নয়। ব্যক্তিগত সম্পর্ক নয়, দল ও প্রতীকই মুখ্য।’
তিনি মনে করিয়ে দেন, ‘ধানের শীষ ও দলের উন্নয়ন রূপরেখাকে সামনে রেখেই সবাইকে মাঠে কাজ করতে হবে।’
দিনের অন্য প্রান্তে ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক আরেক আলোচনায় তিনি কৃষিখাতের উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। ক্ষমতায় আসলে জিয়াউর রহমানের সময়ের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে বলে ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নতিতে জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছিলেন, তার সুফল দেশ পেয়েছে। যেখানে আগে একটি মাত্র ফসল হতো, খাল খননের পর সেখানে দুই বা তিন ফসল ফলানো সম্ভব হয়েছে।’
তিনি জানান, আগামী দিনের কৃষি রোডম্যাপে এ কর্মসূচি ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারেক রহমান বলেন, ‘আন্দোলনের সময় সাধারণ মানুষকে যেভাবে বোঝানো হয়েছে, ঠিক সেভাবে বিএনপির উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও জনগণকে সম্পৃক্ত করতে হবে।’ আগামী দুই মাসকে তিনি দলের ‘সংগঠনিক অঙ্গীকারের সময়’ হিসেবে উল্লেখ করেন।
প্রবাসী কর্মীদের বিষয়ে তিনি বলেন, ‘জিয়াউর রহমান দেশের রেমিট্যান্স প্রবাহের ভিত্তি স্থাপন করেছিলেন। ভবিষ্যতে নিরাপদ কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় বিএনপি আরও কার্যকর নীতি হাতে নিবে।’
বক্তৃতার শেষাংশে তিনি আবারও দলীয় ঐক্যের বিষয়টি জোর দিয়ে বলেন, ‘সামনের সময় অত্যন্ত কঠিন। আমরা ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে।’