Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩৬

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ ছাড়পত্র না থাকায় মেসার্স আইবিএল ব্রিকস ইটভাটার চিমনি স্থায়ীভাবে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম।

এসময় তিনি বলেন, পরিবেশ ছাড়পত্র না থাকায় অবৈধভাবে গড়ে ওঠা মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় অবস্থিত মেসার্স আইবিএল ব্রিকসের কিলন চিমনি স্থায়ীভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিল্পব কুমার সূত্রধরসহ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভালোবাসায় ধোঁকা! কেন?
৮ ডিসেম্বর ২০২৫ ২০:২৮

আরো

সম্পর্কিত খবর