ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রজীবনের রাজনীতি, স্বাধীনতা-পরবর্তী সময়ের সংগ্রাম এবং ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন নিয়ে স্মৃতিচারণ করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
পোস্টে মির্জা ফখরুল লিখেন, ‘আমি ছাত্রজীবনে রাজনীতি করেছি। ১৯৬৯ সালের আন্দোলনে সরাসরি জড়িত ছিলাম। আমার পরিবার রাজনীতি করলেও নিজের যোগ্যতায় নিজের জায়গা নিজে করে নিতে চেয়েছি। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশেও শুরু করেছি রুট লেভেল থেকে।’
তিনি জানান, ঠাকুরগাঁওয়ের ওয়াহিদের একটি স্ট্যাটাস তার স্মৃতিকে আরও উসকে দিয়েছে। ফখরুল লিখেন, ‘ওয়াহিদ তখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পৌরসভার উন্নয়নের জন্য চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। আল্লাহর রহমতে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম।’
নিজের রাজনৈতিক যাত্রার একটি উল্লেখযোগ্য দিক তুলে ধরে তিনি আরও লিখেন, ‘১৯৮৮ সালের পৌরসভা নির্বাচনে আমার মার্কা ছিল সাইকেল। সেই স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ওয়াহিদকে ধন্যবাদ।’
মির্জা ফখরুলের এ পোস্টটি রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে, বিশেষত তার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও তৃণমূল অভিজ্ঞতার প্রসঙ্গ নতুন করে উঠে আসায়।