Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবিতে ছাত্রসংসদ নির্বাচন
‘শিক্ষার্থী পরিষদ’ নামে প্যানেল ঘোষণা ছাত্রশিবিরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫

বেরোবিতে ছাত্রসংসদ নির্বাচনে ‘শিক্ষার্থী পরিষদ’ নামে প্যানেল ঘোষণা ছাত্রশিবিরের। ছবি: সংগৃহীত

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের ছাত্রসংসদ নির্বাচনকে সামনে রেখে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিতরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে এই প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেন শাখা শিবিরের সভাপতি ও পরিষদের উপদেষ্টা সুমন সরকার। প্যানেলে বিভিন্ন সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কও স্থান পেয়েছেন।

প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়বেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমাদুল হক আলভী, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে অর্থনীতি বিভাগের মেহেদী হাসান এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বায়েজিদ শিকদার।

বিজ্ঞাপন

১৩ সদস্যের এই দলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক হিসেবে জাহিদ হাসান জয়, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক উম্মে হানি, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া-সমাজসেবা সম্পাদক শোভন, পরিবহন সম্পাদক শিবলী সাদিক, প্রকাশনা-গবেষণা সম্পাদক মুয়াজ, কার্যনির্বাহী সদস্য মরিয়ম জমিলা, বায়েজিদ বোস্তামী, আল হুমায়রা ঐশী মনোনীত হয়েছেন।

হল সংসদের জন্যও প্যানেল থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজয়-২৪ হলে ভিপি পদে আব্দুল মজিদ, জিএস পদে নেজাজ, এজিএস পদে আব্দুল আহাদ; শহীদ মুখতার ইলাহী হলে ভিপি পদে সাকিব আল হাসান, জিএস পদে মুশফিকুর রহমান শুভ, এজিএস পদে কায়েম উদ্দিন; শহীদ ফেলানী হলে ভিপি পদে সানজিদা ইসলাম, জিএস পদে সুমাইয়া তাহরিম শাথিল, এজিএস পদে মাহবুবা আফরিন মনোনীত।

উপদেষ্টা সুমন সরকার বলেন, ‘এই প্যানেলে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে একটি সামগ্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করি, এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করবে।’

তিনি জুলাই আন্দোলনের অবদানকেও স্মরণ করে বলেন, ‘এই প্যানেলে আন্দোলনের নেতৃত্বদানকারীদের স্থান দেওয়া হয়েছে, যাতে ক্যাম্পাসে সত্যিকারের পরিবর্তন আসে।’

ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী এই প্যানেলকে স্বাগত জানালেও অন্যরা বলছেন, রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে শিবিরের সমর্থনে ‘শিক্ষার্থী পরিষদ’ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না বলে প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন

পঞ্চগড়ে ট্রাকচাপায় নারী নিহত
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর