Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪৭

দোয়া মাহফিলের মঞ্চে ব্রাহ্মনবাড়িয়া -৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান। ছবি: সারাবাংলা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সাংসদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসা, নির্যাতন আর জুলুমের স্বীকার আমাদের নেত্রী । আল্লাহপাক জুলুমবাজদের ছেড়ে দেন না। সেটাই দেশবাসী আজ প্রত্যক্ষ করছে।’

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে চন্ডদ্বার স্কুল মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় দেড় কোটি মানুষের বেকারত্ব নিরসনের কথা বলা হয়েছে। দূর্নীতি বন্ধ করাসহ দেশের উন্নয়নের কথা বলা হয়েছে। দোয়া মহিফিলে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস।

দোয়া মহিফিলে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস। ছবি: সারাবাংলা

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক খন্দকার, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য মুহাম্মদ হানিফ খন্দকার, বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আলমগীর কবির, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার চেয়ারম্যন, সাবেক ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন খান, যুবদল সভাপতি মাসুদুল হক ভূইয়া দীপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কারাবাসের সময় থেকেই তার শারীরিক জটিলতার সূচনা হয় এবং যথাযথ চিকিৎসার অভাবে তিনি আজ গুরুতর অসুস্থ।

দোয়া মাহফিলে অংশ নেন এলাকাবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা

তারা আরও বলেন, দলমত নির্বিশেষে দেশের সকল মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। সংকটময় এই সময়ে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসতে পারেন এটাই সবার প্রত্যাশা।

নেতারা পরম করুণাময়ের কাছে দোয়া করেন, গণতন্ত্রের সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত রোগমুক্ত হয়ে আবারও দেশের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর