Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪৮

সড়ক দুর্ঘটনা। প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক তিন সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে। শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জরা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার ইসলামপুর নিমগাছী গ্রামের আশরাফুলের ছেলে হাসান (৮), শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৩), ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী (২৫) এবং বড়গাছি বাজারপাড়ার আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩০)।

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, দুপুর আড়াইটার দিকে তেঁতুলতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেল চালক আশিক ও তার সঙ্গী আবুল ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। পরে আবুলও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

এদিকে ভোলাহাট থানার ওসি একরামুল হক জানান, দুপুর ১টার দিকে পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিল শিশু হাসান। এ সময় ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে দ্রুতগতির একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ট্রলি ফেলে পালিয়ে যায়।

অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, দুপুরে ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ধানবোঝাই একটি ‘ভুটভুটি’ বাসেদ আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পৃথক তিন দুর্ঘটনায় থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর