ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের আর ঘরে বসে থাকার বিন্দুমাত্র সময় নেই। মাঠে চলে যেতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে পথে-প্রান্তরে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অতীতে বিএনপি সরকারের ‘সফল কর্মপরিকল্পনা’ তুলে ধরে তারেক রহমান বলেন, ‘শুধু বক্তৃতা বা প্রতিশ্রুতিতে মানুষের জীবন বদলায় না। কথার ফুলঝুড়ি দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কর্মসংস্থান হয় না। জনগণকে ভাত দিতে হলে, কর্মসংস্থান দিতে হলে পরিকল্পনা লাগে, যা বিএনপির আছে।’
তিনি দাবি করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রসহ সববিষয়ই এখন নির্ভর করছে বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী শক্তির ওপর। তারেক রহমান বলেন, ‘আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। আমরা ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারব, অর্থনীতি ও কর্মসংস্থানে পরিবর্তন আনতে পারব।’
তিনি আরও বলেন, ‘জনগণের রায় পেলে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। সেই সরকারকে সফল করতে হলে দেশের প্রতিটি নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে।’ একই সঙ্গে তিনি দুর্নীতি দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানেরও আশ্বাস দেন।
তারেক রহমান তালপট্টি দ্বীপ ইস্যু এবং পানির অধিকার আদায়ের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, ‘বিএনপি দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতীতেও কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী, এবং সঞ্চালনায় ছিলেন হাবিব উন নবী খান সোহেল। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।