Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস নয়

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২৩:০৮

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা: কর ও সঞ্চিতি সংরক্ষণের পর নিট মুনাফা অর্জন না করলে কোনো ব্যাংকই আর উৎসাহ বোনাস দিতে পারবে না—এমন কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মূলধন সংরক্ষণ ঘাটতি, প্রভিশন ঘাটতি বা পুঞ্জিভূত মুনাফা থেকেই বোনাস দেওয়ার পথও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার(৯ ডি‌সেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে আনরিয়ালাইজড বা নগদায়ন না করা আয়ের ভিত্তিতে বোনাস দেওয়া আর্থিক শৃঙ্খলা ও সুশাসনের পরিপন্থী। তাই এখন থেকে শুধুমাত্র নির্ধারিত নিট মুনাফা অর্জন করতে পারলেই উৎসাহ বোনাস দেওয়ার অনুমতি পাবে ব্যাংকগুলো।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঞ্জিভূত মুনাফা থেকে কোনো ধরনের উৎসাহ বোনাস দেওয়া যাবে না। রেগুলেটরি মূলধন বা প্রভিশনের ঘাটতি থাকলে বোনাস দেওয়া নিষিদ্ধ। প্রভিশন সংরক্ষণে বাড়তি সময় পাওয়া ব্যাংকগুলোও সেই সময়কাল মুনাফা হিসাবের ক্ষেত্রে দেখাতে পারবে না। বোনাস প্রদানে ব্যাংকগুলোকে বিভিন্ন কর্মসূচির উন্নতি ও খেলাপি ঋণ পুনরুদ্ধারে দৃশ্যমান সাফল্য বিবেচনায় নিতে হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের ক্ষেত্রে সরকারের বিদ্যমান নির্দেশিকা কার্যকর থাকবে, যেখানে নিট মুনাফা ছাড়া বোনাস না দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তবে কোনো ব্যাংক নির্দিষ্ট সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বিশেষ বোনাসের জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর