ঢাকা: বিজয়ের মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশেষ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত যাত্রাদলগুলো অংশ নিচ্ছে। যাত্রাপালাগুলো মঞ্চস্থ হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হলো জনপ্রিয় যাত্রাপালা ‘বাহরাম বাদশা’। পালাটি রচনা করেছেন কবি ফইজু ফকির এবং নির্দেশনা দিয়েছেন রাশেদুল হক। বেলাব, নরসিংদীর ‘নিউ স্টার অপেরা’ যাত্রাদল প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে মঞ্চ মাতায়।
দলের সদস্য মো. রাশেদুল হক, মো. গাজী রাজ্জাক, মিস্টার হাছান, মোবারক, টিপু, কামালসহ একঝাঁক শিল্পী বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেন। নারী চরিত্রে হাসী রানী, সবিতা, বিথী, লিপি বেগম, বাতাসী, নওরীনসহ অন্যান্যরা অভিনয় করেন। নেপথ্যে কাজ করেন মো. রাশেদুল হক ও মো. কুতুব মিয়া।
‘বাহরাম বাদশা’–এর মূল কাহিনী আবর্তিত হয়েছে ঈমান, নৈতিকতা এবং আল্লাহর পরীক্ষার বিষয়কে কেন্দ্র করে—যেখানে বাদশাহ বাহরাম একজন ফকিরের মাধ্যমে তার বিশ্বাসের পরীক্ষার সম্মুখীন হন। দিনশেষে দর্শকরা পেলেন ধর্মীয় ভাবনা, নাটকীয়তা ও সংগীতমাখা যাত্রার অনন্য মিশ্রণ।

বিজয়ের মাসে যাত্রাপালার রঙিন আয়োজনে প্রাণবন্ত শিল্পকলা। ছবি: সংগৃহীত
পুরো মাসজুড়ে মোট ৩৬টি যাত্রাদল ৩৬টি যাত্রাপালা মঞ্চস্থ করবে। এছাড়া মহান বিজয় দিবসে শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ পরিবেশনা ‘জেনারেল ওসমানী’ মঞ্চায়িত হবে। টিকিটের দাম ১০০ টাকা। বিক্রিত টিকিটের পুরো অর্থ প্রদান করা হবে সংশ্লিষ্ট যাত্রাদলকে।
এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট। প্রতিটি প্রদর্শনী জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে, যা এই আয়োজনকে করছে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয়।
১০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই মঞ্চে ঠাকুরগাঁওয়ের ‘বনফুল অপেরা’ পরিবেশন করবে যাত্রাপালা ‘চরিত্রহীন’। পালাটি রচনা করেছেন রঞ্জন দেবনাথ এবং নির্দেশনায় রয়েছেন উত্তম মণ্ডল।
বিজয়ের মাসে শিল্পকলার এই উৎসব তাই প্রতিদিনই দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন গল্প, নতুন সুর, নতুন মঞ্চমুগ্ধতা।