Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচনের তফসিল ১১ ডিসেম্বর সন্ধ্যায়: ইসি সচিব

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:২২

সংবাদ সম্মেলনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসি’র রেকর্ড করা ভাষণের মাধ্যমে এ তফসিল ঘোষণা হবে।

আদালতের রায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমরা এখনো আদালতের রায় হাতে পাইনি। সেজন্য আপাতত নির্বাচন কমিশনের গেজেটেড ৩০০ সংসদীয় আসনেই তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আদালতের রায় পাওয়ার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর