Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিবিদদের তিন দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২

বাকৃবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: সারাবাংলা

বাকৃবি: কৃষিবিদদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করেন বাকৃবির কৃষিবিদ ঐক্য পরিষদ।

তাদের তিন দফা দাবি হলো-কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ (বিএডিসি) সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ রাখা যাবে না এবং কৃষি বা কৃষিসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক সম্পন্ন ছাড়া নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত এক বছর যাবত আমাদের অধিকার আদায়ে আমরা সবসময় সক্রিয় ছিলাম। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন এবং এর পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজি মহোদয়, কৃষি সচিব এবং কৃষি উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের দাবির বিষয়ে মত একমত পোষণ করেছিলেন এবং আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন বলে আমরা পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম।

তারা আরও বলেন, কিন্তু আমরা বিশ্বস্ত মাধ্যমে জানতে পেরেছি ডিপ্লোমাধারীদের কিছু নেতাদের প্ররোচনায় দেশের সমস্ত ডিপ্লোমা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে তাদের অবৈধ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলছে। তারা এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ২০ শতাংশ নবম গ্রেডে প্রমোশনের ফাইল রেডি করেছেন এবং সচিব পর্যায়ে আছে। তাই আমাদের বিসিএস নবম গ্রেড সিকিউর করতে মাঠে নামার কোনো বিকল্প নেই।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর