ফরিদপুর: ফরিদপুরের নতুন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ কথা বলেন।
এছাড়াও চুরি ডাকাতি ছিনতাই ও মাদক নির্মুল করে ফরিদপুরকে একটি নিরাপদ, বাসযোগ্য ও শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় সাংবাদিকরা ফরিদপুর শহরের যানজট, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালনা, অপসংবাদিকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধভাবে ফুটপাত দখল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি দমনের মতো বিষয়গুলো পুলিশ সুপারের নিকট তুলে ধরে।
এসময় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্নাবালা, নাজিম বাকাউল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, এস এম মনিরুজ্জামান, আলিমুজ্জামান রনি , মাসুদুর রহমান তরুণ, বিকে শিকদার সজল, জাহিদ রিপন, শ্রাবণ হাসান, ইব্রাহিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিশোর অপরাধ ও সাইবার অপরাধ, অনলাইন জুয়া প্রতারণা, যানজট নিরসনে কাজ করা, অটোরিকশাচালকদের শৃঙ্খলার মধ্যে আনা, শহরে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, অনলাইনের মাধ্যমে জিডি গ্রহণ এবং থানায় ঘুষ দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা, থানায় যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন এবং অপসাংবাদিকতার কারণে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন সে ব্যাপারে তার করণীয় সম্পর্কে আলোচনা করেন। এ ব্যাপারে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এসময় ফরিদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।