Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজার মোড়ে মোবাইল বিক্রেতাদের অবরোধ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬

মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। ফলে সড়ক বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্য থেকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করছেন।

ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে, মোবাইলের আমদানির ওপর শুল্ক কমানো, আমদানির শর্ত সহজ করা, এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ। আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করা চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।

উল্লেখ্য, এনআইআইআর সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন।

বিজ্ঞাপন

তারা আরও দাবি করেন, নতুন নীতি নির্দিষ্ট একটি গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে।

এর আগে, ৭ ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ীরা।

সারাবাংলা/এমএইচ/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর