Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে কৃষক হত্যা মামলার প্রধান অভিযুক্ত পটুয়াখালীতে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৪:২৪

গ্রেফতার প্রধান অভিযুক্ত আব্দুল করিম।

পটুয়াখালী: কক্সবাজারের কৃষক হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত আব্দুল করিমকে (৩৫) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি ১-এর একটি টিম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পটুয়াখালী সদর এলাকায় র‌্যাব-৮ এবং র‌্যাব-১৫ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাশেদ বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গত ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ধানক্ষেতে ছাগল ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে কৃষক শরীফের ওপর হামলা চালায় অভিযুক্তরা। তারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শরীফের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর নিহত শরীফের স্ত্রী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মূল অভিযুক্ত আব্দুল করিম ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, আব্দুল করিমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস আজ
১১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৯

আজ কুষ্টিয়া মুক্ত দিবস
১১ ডিসেম্বর ২০২৫ ১৩:০৭

আরো

সম্পর্কিত খবর