Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৫:০৬

নোয়াখালীতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

নোয়াখালী: মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ৩০ মিনিটব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। পরে ইলিয়াছের কুশপুত্তলিকায় জুতাপেটা করে তাতে আগুন দেওয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে একত্রিত হন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পাঁচ রাস্তার মোড়, শিল্পকলা একাডেমি ও জেলা পুলিশ সুপারের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসে। সেখানে মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। এসময় তারা প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসেনের ছবি সম্বলিত ব্যানার ও পোষ্টার নিয়ে ইলিয়াছ ও রাজাকারদের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ বি এম ফজলুল হক বাদল, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক, মুক্তিযোদ্ধার সন্তান আবু জাফর মোহাম্মদ আলী জনিসহ অনেকে।

বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধারা কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ইলিয়াছকে দেশে এনে তার বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/জিজি