Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় পা হারানোর শঙ্কা ঢামেক নার্সের


১৪ জুলাই ২০১৮ ২২:২৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নার্স ঝুমুর আক্তার রাখির (৩২) ডান পা গোড়ালি থেকে সম্পূর্ণভাবে থেঁতলে গেছে। চিকিৎসকরা বলছেন, গোড়ালি থেকে তার পা কেটে ফেলতে হবে কিনা, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

শনিবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু রাশেদ জানান, এই ঘটনায় বাস ও বাসচালক সাইদকে (২৮) আটক করা হয়েছে।

জানা গেছে, ঢামেক বার্ন ইউনিটে কর্মরত ঝুমুর আক্তার রাখি থাকেন শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে। বিকেলে ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পথে গুলিস্তান মোড়ে রাস্তা পারাপারের সময় দয়াগঞ্জ থেকে মোহাম্মদপুরগামী মালঞ্চ পরিবহনের চাপায় তার ডান পা গোড়ালি থেকে সম্পূর্ণরূপে থেঁতলে যায়।

পরে আহত অবস্থায় ঝুমুরের বান্ধবী তমিজা বেগম তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সারাবাংলা’কে বলেন, ঝুমুরের ডান পা সম্পূর্ণরূপে থেঁতলে গেছে। পায়ে ব্যান্ডেজ করে তাকে বার্ন ইউনিটের অবজারভেশনে রাখা হয়েছে। পা গোড়ালি থেকে কেটে ফেলতে হবে কিনা, তা আগামীকাল দেখে বলা যাবে।

সারাবাংলা/এসএসআর/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর