নরসিংদী: নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের আয়োজিত এ সভায় জেলার শিল্পপতিসহ বিভিন্ন পর্যায়ের কয়েকশ ব্যবসায়ী অংশ নেন।
এসময় সময় মত নিবন্ধন নিয়ে সঠিকভাবে ভ্যাট প্রদানের আহবান জানান বক্তারা। সভায় শিল্পাঞ্চল নরসিংদীর ব্যবসায়ীদের ১০ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বরের মধ্যে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়ে ভ্যাট প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়।
বর্তমানে অনলাইন কার্যক্রম ভ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করেছে বলে জানান ভ্যাট বিভাগের কর্মকর্তারা। তারা বলেন, ভ্যাট আইন না জানা থাকায় ভ্যাটের প্রতি অনেকের ভয় রয়েছে, ভ্যাট আইন জানলে ভয় থাকবে না।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা পূর্ব)-এর কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।
সভায় বিশেষ অতিথি ছিলেন-কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, (ঢাকা পূর্ব)-এর অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, যুগ্ম কমিশনার মো. রিয়াজুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মো. হেলাল মিয়া।