Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি অধ্যাপক আ ক ম জামালকে ডাকসু নেতার ধাওয়া

ঢাবি করেস্পন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:১৫

অধ্যাপক আ ক ম জামালকে ধাওয়া দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবাইরসহ একদল শিক্ষার্থী।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও নীলদলের সমর্থক আ ক ম জামাল উদ্দীনকে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবাইরসহ একদল শিক্ষার্থী ধাওয়া দিয়েছেন। এ সময় তিনি দৌড়ে গাড়িতে করে ক্যাম্পাস ছেড়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আ ক ম জামাল ও জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদ যান। পরে শিক্ষার্থীরা এ খবরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হন। দুপুর একটার দিকে ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে আ ক ম জামালকে ধাওয়া দেওয়া হয়। পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। এ সময় এবি জুবায়েরাও তার পেছনে দৌড়ে গিয়ে কয়েকবার ধরে রাখার চেষ্টা করেন। পরে অধ্যাপক জামাল একটি প্রাইভেট কারে করে ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় গাড়িতে নীলদলের আর এক সমর্থক অধ্যাপক জিনাত হুদাকেও দেখা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফেসবুকে এবি জুবায়ের লিখেছেন, ‘‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশফায়ার দিতে হবে’ বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আ ক ম জামাল, নীলদলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো!’’

তিনি আরও লিখেছেন, ‘এরা চিহ্নিত খুনিদের দোসর। এদের বিভাগের শিক্ষার্থীরা এদের ক্লাস-পরীক্ষা সব বয়কট করেছে। তারপরও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস কিভাবে পায়! প্রশাসনকে আরও তৎপর হতে হবে। খুনিদের সঙ্গে কোনো সহাবস্থানের সুযোগ নেই। সবগুলোকে বিচারের আওতায় আনতে হবে শিগগিরই।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর