Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয় থেকে ৪ আন্দোলনকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮

ঢাকা: সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনরত চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা আইন ভেঙেছে, তাদের মধ্য থেকে বেছে বেছে কয়েকজনকে আটক করা হয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যমুনায় মিছিলি-মিটিংসহ যেকোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি যুগ্ম কমিশনার জানান, বুধবার (১০ ডিসেম্বর) এবং আজকেও তাদের বার্তা দেওয়া হয়েছে, সচিবালয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কিছু করবেন না। কিন্তু তারা আইন অমান্য করেছে।

বিজ্ঞাপন

আটক হওয়াদের মধ্যে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত একজন।

জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মীরা সচিবালয়ের ভেতরে বাদামতলায় একে একে জড়ো হতে থাকেন। বিকেল ৩টা ২০ মিনিটে পুলিশের বেশকিছু সদস্য আন্দোলনকারীদের সমাবেশস্থলে ঘিরে রাখেন এবং মিছিল বা স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ অবস্থানের অনুরোধ জানান।

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে কর্মরতদের ২০ শতাংশ সচিবালয় ভাতা প্রদানের দাবিতে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ 
বিজ্ঞাপন

সচিবালয় থেকে ৪ আন্দোলনকারী আটক
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮

আরো

সম্পর্কিত খবর