ঢাকা: ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভশনে এক ভাষণে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ‘জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ লক্ষ্যে ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিলের সময় সীমা ১১ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচার শুরু ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘অকার্যকর হওয়া পোস্টাল ব্যালট সচল করা হয়েছে। বিদেশে থাকা রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। পৃথিবীর যেকোনো দেশ থেকে তারা ভোট দিতে পারবেন। এছাড়া, নির্বাচনের কাজে সংশ্লিষ্টরা ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা পোস্টাল ভোট দিতে পারবেন।’
সিইসি জানান, ১২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ব্যালট ব্যবহার করে ভোট দিতে পারবেন। তিনি বলেন, ‘অসত্য তথ্য প্রচারকারীদের কথা বিশ্বাস করবেন না। অসত্য তথ্য ছড়ালে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তা ও কর্মচারীরা নির্দ্বিধায়ভোট গ্রহণ করবেন। আপনারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।’